সাম্প্রতিক সময়ে এলিয়েন নিয়ে মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি রিপোর্ট প্রকাশ করেছে। মহাকাশে এলিয়েন আছে কি নাই এ বিষয়টি ছিল এ রিপোর্টের মূল সাবজেক্ট। অনেকেই এই রিপোর্টের ফলাফল সম্পর্কে জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এলিয়েন আছে অথবা নেই এ সম্পর্কে কোন সন্দেহজনক বক্তব্য রিপোর্টে প্রকাশ পায়নি।
রিপোর্টের ফলাফলে বলা হয় যে, মহাবিশ্বে এলিয়েন নেই তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। দুনিয়া জুড়ে অনেক ব্যক্তি UFO কে এলিয়েনের মহাকাশযান হিসেবে ধরে থাকেন। তবে বাস্তবে এ ধরনের কোন কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। যদিও চলচ্চিত্র এবং ভিডিও গেমসে ইউএফও এর ব্যবহার যথেষ্ট রয়েছে।
নাসার স্টাডি রিপোর্টে বলা হয় যে, পৃথিবীর মধ্যে এলিয়েনের প্রযুক্তি কাজ করতে পারে তবে তার সন্ধান এখনো পাওয়া যায়নি। পৃথিবীর মতো যেন বাসযোগ্য গ্রহ খুঁজে পাওয়া যায় সেজন্য আরো স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করবে নাসা।
তবে মহাবিশ্বে কিছু অজানা চলন্ত বস্তু দেখা যায় যা প্রাকৃতিক ভাবে সৃষ্ট হয়েছে বলে মনে হয় না আবার মানুষও এর পিছনে জড়িত নয়। এজন্য এগুলোকে ইউএফও বলা যেতে পারে। ২০১৭ সালে পেরুতে দুইটি অদ্ভুত মৃতদেহ এর সন্ধান পাওয়া যায় যা প্রাচীন মানুষের নয় বলে দাবি করা হচ্ছে।
এসব মৃতদেহ মানুষের না হলে এলিয়েনের হতে পারে বলে মেক্সিকোর এক গবেষক দাবি করেন। ১৮০০ বছরের পুরনো এসব মৃতদেহের বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানীদের মনে সন্দেহ রয়েছে। UFO নিয়ে নাসা সবার সামনে সব ধরনের তথ্য খোলামেলাভাবে প্রকাশ করবে বলে পূর্বে বলেছিলো। তবে আরও স্বচ্ছ গবেষণার স্বার্থে নাসা অনেক তথ্য সবার সামনে আনছে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির ব্যবহার করে ইউএফও নিয়ে গবেষণাকে আরো সমৃদ্ধ করতে হবে। এ ধরনের গবেষণায় সাধারণ মানুষকে যেন আরো বেশি যুক্ত করা যায় সে বিষয়ে চিন্তা করছেন নাসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।