মহাবিশ্বে কতগুলো নক্ষত্র বা গ্যালাক্সির বাস?

গ্যালাক্সি

জেনে নিই, মহাবিশ্বে কতগুলো নক্ষত্র আছে। সে জন্য জানতে হবে, কতগুলো গ্যালাক্সি আছে মহাবিশ্বে। ২×১০১১ থেকে ১০১২ মানে, প্রায় দুই ট্রিলিয়নের মতো গ্যালাক্সি আছে মহাবিশ্বে। (আরও পড়ুন: মহাবিশ্বে কত গ্যালাক্সি আছে?) প্রতিটি গ্যালাক্সিতে আছে ১০১১-১০১২টি নক্ষত্র। সব মিলে বলা যায়, মহাবিশ্বে নক্ষত্র আছে ১০২৩টি।

গ্যালাক্সি

প্রতিটি নক্ষত্রের ওজন গড়ে ২.২×১০৩২ পাউন্ড বা ১০৩২ কিলোগ্রাম বলে ধরে নিতে পারি। সে হিসাবে বলা যায়, মহাবিশ্বের মোট ভর ১০৫৫ কেজি। যুক্তরাষ্ট্রের ফার্মিল্যাবের হিসেবে, প্রতি গ্রামে ১০২৪টি প্রোটন থাকতে পারে। আর আমরা জানি, হাইড্রোজেনের পরমাণুতে বেশির ভাগ ভর থাকে এর নিউক্লিয়াসে, আর এই নিউক্লিয়াসে থাকে একটি প্রোটন।

এখান থেকে আমরা হিসাব করতে পারি, দৃশ্যমান মহাবিশ্বে আছে ১০৮২টি পরমাণু। সংখ্যায় লিখলে এটা হবে—১০,০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০, ০০০। হ্যাঁ, দৃশ্যমান মহাবিশ্বে এতগুলো পরমাণুই আছে!

এটা অবশ্যই একটা আনুমানিক হিসাব-নিকাশ। আমরা অনেক কিছু সরল করে নিয়েছি, অনেক টুকটাক জিনিস বাদ দিয়েছি। তবু বলা যায়, আনুমানিক হিসেবে এটি যথেষ্ট যৌক্তিক। যে সংখ্যা লিখতে এতগুলো শূন্য লাগে, একটু ভেবে দেখুন, সেই সংখ্যাটা বাস্তবে কত বড় হতে পারে। কাব্য করে হয়তো বলাই যায়, মহাবিশ্বের সমান বড়!