বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের বৃহত্তম চিপ কোম্পানি মাইক্রন টেকনোলজি ১ হাজার ৫০০ কোটি ডলারের চিপ প্লান্ট স্থাপন করতে যাচ্ছে। ইদাহো প্রদেশের বইজি শহরে এটি স্থাপন করা হবে। আরো একটি প্লান্ট স্থাপনের ঘোষণা আসবে শিগগিরই। মাইক্রনের প্রধান নির্বাহী সঞ্জয় মেহরোত্রা এ কথা জানান। খবর রয়টার্স।
দুটি কারখানাতেই ডির্যাম চিপ উৎপাদন করা হবে। বিশ্বব্যাপী ডাটা সেন্টার, পার্সোনাল কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে ব্যাপকভাবে ব্যবহূত হয় এ চিপ। বর্তমানে বৈশ্বিক চাহিদার ১০ শতাংশ পূরণ করছে মাইক্রনের ইউএস প্লান্টগুলো। শিগগিরই এটি ৪০ শতাংশতে উত্তীর্ণ হবে। ২০২৫ সালের মধ্যেই উৎপাদন শুরু হবে বইজি প্লান্টে। এমনটাই আশা প্রকাশ করেন মেহরোত্রা।
গত ২০ বছরে বইজির প্লান্টটিই যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নতুন মেমোরি চিপ প্রস্তুতকারী কারখানা। অন্তত দুই হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এর মাধ্যমে। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন সরকার চিপস অ্যান্ড সায়েন্স আইন প্রণয়ন করেছে। ফলে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ৫ হাজার ২০০ কোটি ডলারের সহায়তা পাবে। তাতে চিপ প্রস্তুতকারক কোম্পানিগুলো নতুন প্লান্ট স্থাপনে আগ্রহ দেখাচ্ছে। গত শুক্রবারই ওহাইওতে ২ হাজার কোটি ডলারের কারখানা স্থাপনের ঘোষণা দেয় ইন্টেল করপোরেশন।
১৯৭৮ সালে বইজি থেকেই মাইক্রন চিপ তৈরি করে আসছে। ব্যবসার খাতিরেই ক্রমে জাপান, তাইওয়ান ও সিঙ্গাপুরে গড়ে ওঠে উৎপাদন কেন্দ্র। তবে গবেষণা ও কার্যক্রম এখনো বইজি থেকেই পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের বিনিয়োগে মাইক্রন চিপ উৎপাদনে আরো বেশি গতিশীল থাকতে পারবে। এর মাধ্যমে এশিয়া থেকে তাদের নজর সরে যাবে না বলে আশ্বস্ত করেন মেহরোত্রা। কেবল বিশ্ববাজারে চিপের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্ম প্রক্রিয়া ও উৎপাদন বাড়ানোর পদক্ষেপ এটি। এর আগে মাইক্রন ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছিল। দশকজুড়ে বিভিন্ন সময়ে ব্যয় হবে এ অর্থ। এর মধ্যে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডও জড়িত।
পৃথিবী ছাড়াও দুইটি গ্রহে বেঁচে থাকা সম্ভব, বিজ্ঞানীদের দাবিতে তোলপাড়
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel