বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গুগল ও মাইক্রোসফটের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন টুইটার প্রধান ইলন মাস্ক। তিনি বলেছেন, এই দুই সংস্থা তাদের তৈরি নতুন কৃত্রিম মেধার প্রযুক্তিকে মিথ্যা কথা বলা শেখাচ্ছে। আর এটিকে চ্যালেঞ্জ করে ইলন মাস্ক ঘোষণা দিলেন, অচিরেই সেই মিথ্যার পর্দা সরাবেন তিনি। তার জন্য এক বিশেষ প্রযুক্তি তৈরির কাজও শুরু করেছেন।
কৃত্রিম মেধার যে প্রযুক্তির কথা বলেছেন টুইটার প্রধান, তার নাম চ্যাটজিপিটি। যাকে নিয়ে সোরগোল পড়ে গেছে প্রযুক্তির দুনিয়ায়। নামে কৃত্রিম মেধা হলেও আগাগোড়া মানুষের মতোই বুদ্ধির প্রয়োগ তার। অনায়াসে নিজে থেকেই লিখে ফেলতে পারে চিঠি, আবেদনপত্র এমনকি, রচনাও। ইলন মাস্কের দাবি, এই কৃত্রিম মেধার প্রযুক্তিকে মিথ্যা কথা বলাও শেখানো হচ্ছে। আর তা করছে গুগল আর মাইক্রোসফটের মত বড় বড় সংস্থা। তাই তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে তিনি তৈরি করতে চলেছেন এক নতুন কৃত্রিম মেধার প্রযুক্তি, যার নাম ট্রুথ জিপিটি।
ইলন মাস্ক জানিয়েছেন, এই ট্রুথ জিপিটির কাজ হবে সত্যের অনুসন্ধান করা। এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছেন, গুগল আর মাইক্রোসফট কৃত্রিম মেধার ব্যবহারজনিত যে নিরাপত্তা বিধি, তা অনেকাংশেই লঙ্ঘন করেছে। তাই সহজ সরল সত্যকেই তাদের বিরুদ্ধে নিজের অস্ত্র বানাতে চলেছেন তিনি। সূত্র: রয়টার্স, ফক্সনিউজ, দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।