বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি একবার নিজের জাদুতে আলো ছড়ালেন। বাঁ পায়ের দূরন্ত এক শটে ন্যাশভিলের জালে বল জড়ালেও ইন্টার মায়ামিকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে না পারলেও তার গোলটি ছিলো চোখ ধাঁধানো।

দ্বিতীয়ার্ধের ৪৪তম মিনিটে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো দে পলের পাস পেয়ে বক্সের কোণ থেকে বাঁ পায়ে অসাধারণ এক শট নেন তিনি। বলটি জড়িয়ে যায় গোলপোস্টের কর্নারে। গোলরক্ষক জো উইলিসের করার কিছুই ছিলো না।
মেসি কয়েক দিন আগেই একই প্রতিপক্ষের বিপক্ষে করেছিলেন জোড়া গোল, এবারও উইলিসের বিপক্ষে গোলের দেখা পেলেন। এই গোলের সঙ্গে তার পেশাদার ফুটবলে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯২, অর্থাৎ আর মাত্র আটটি গোল দূরে আছেন ৯০০-এর ঐতিহাসিক মাইলফলক থেকে।
৩৮ বছর বয়সেও মেসি এখনো রয়েছেন আগের মতোই উজ্জ্বল। শেষ ১৫ ম্যাচে তার গোল ১৭টি এবং অ্যাসিস্ট ১০টি; যা প্রমাণ করে, বয়স কেবল সংখ্যা মাত্র।
আগামী শনিবার চেজ স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেদিন মেসির সামনে থাকবে আরেকটি সুযোগ, নিজের গোলসংখ্যা বাড়ানোর এবং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার। রোনালদোর গোলসংখ্যা এখন প্রায় ১ হাজারের দ্বারপ্রান্তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



