বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ওয়্যারলেস ও ফোরকে ফিচার যুক্ত ভিটি নাইন সিরিজের তিনটি নতুন ভ্যারিয়েন্টের গেমিং মাউস নিয়ে এসেছে র্যাপো পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। ভিটি নাইন প্রো মডেলের মাউসটি গত বছর উন্মোচন করা হয়। কারিগরি, গুণগত ও গেমিং সক্ষমতার জন্য গেমারদের কাছে মাউসটির কদর আলাদা।
সদ্যই ভিটি নাইন সিরিজে যুক্ত হয়েছে মাউসটির তিনটি নতুন মডেল। ভিটি মডেলের মধ্যে আছে সাদা রঙের নাইন প্রো, নাইন প্রো মিনি ও এয়ার লাইট।
মাউস তিনটির বৈশিষ্ট্যের মধ্যে ফোরকে ওয়্যারলেস গেমিং প্রযুক্তি অন্যতম। র্যাপো ভিটু এম ওয়্যারলেস রিসিভার ব্যবহার করে মডেলে ৪ হাজার হার্জের পোলিং রেটসহ প্রতি সেকেন্ডে কম্পিউটারকে ৪ হাজার বার তার অবস্থান রিপোর্ট করতে সক্ষম।
তিনটি মাউসই ৫০ ডিপিআই থেকে ২৬ হাজার ডিপিআই পর্যন্ত ডিপিআই সেটিংস অফার করে। মাউসের রেসপন্স টাইম ০.২৫ মিলি সেকেন্ড। মাউসে আছে অ্যাডভান্স পিএডব্লিউ৩৩৯৮ মডেলের গেম অপটিক্যাল ইঞ্জিন ও অন বোর্ড মেমোরি ফিচার। যা গেমের সময় মাউসের কার্যক্ষমতাকে সর্বোচ্চ সক্ষমতায় নিয়ে যায়।
মাউসের ৮০০ অ্যাম্পিয়ার ব্যাটারি দেয় চার্জিং ব্যাকআপ। কাস্টমাইজেশনে মাউসে ১০টি প্রোগ্রামেবল বাটনসদৃশ। ওজনে হালকা। দাম ৫ হাজার টাকা। থাকছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।