
Advertisement
জুমবাংলা ডেস্ক: মাগুরায় মঙ্গলবার নতুন করে আরও আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়াল। খবর ইউএনবি’র।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ জন। করোনায় মারা গেছেন দুজন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মঙ্গলবার জেলায় নতুন করে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত পাঁচজনের বাড়ি মাগুরা সদরে, দুজনের মোহাম্মদপুরে ও একজনের বাড়ি শ্রীপুরে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৩৮ জন, বলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।