জুমবাংলা ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। খবর ইউএনবি’র।
রবিবার সকালে মাগুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত রানা রানী বিশ্বাস (৪৮) ওই গ্রামের স্বরজিত কুমার বিশ্বাসের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, স্বরজিত কুমার পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। ব্যবসায়িক প্রয়োজনে স্বামী-স্ত্রী মিলে স্থানীয় একটি এনজিও সংগঠনের কাছ থেকে ঋণ নেয়। কিন্তু পরে তারা ঋণের সুদের টাকা পরিশোধ করতে করতে হাঁপিয়ে ওঠেন। এছাড়া পাওনাদারদের অত্যাচারে তারা অতিষ্ট করে ওঠেন। এ নিয়ে শনিবার নিজ বাড়িতে রিনা রানী বিষপান করলে তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে আজ সকালে তিনি মারা যান।
এ ঘটনায় শ্রীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।