জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রীর অনুদানের কম্বাইন্ড হারভেস্টার মেশিন মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। খবর ইউএনবি’র।
শনিবার সকালে উপজেলার চাকুলিয়া গ্রামের কৃষকদের কাছে মেশিনটি হস্তান্তর করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার।
এসময় মহাম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহিল কাফী, আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম ও অন্যান্য কর্মকর্তা এসব কৃষি যন্ত্রপাতি কৃষকদের কাছে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা জানান, চলতি মৌসুমে মহাম্মদপুর উপজেলায় ১ হাজার ৩০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা ধার্য থাকলেও আবহাওয়া অনুকুলে থাকায় এ মৌসুমে মহাম্মদপুর উপজেলায় ১ হাজার ২৭০ হেক্টর জমিতে বোর ধান চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষমাত্রা ধার্য করা হয়েছে ৪৭১৫ মেট্রিক টন ধান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।