
জুমবাংলা ডেস্ক: মাগুরায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় করোনায় মোট সাতজনের মৃত্যু হলো। খবর ইউএনবি’র।
মৃত আব্দুর রহমান (৬৩) শহরের পুলিশ লাইনপাড়ার বাসিন্দা।
Advertisement
এদিকে, বৃহস্পতিবার জেলায় নতুন করে ছয়জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৯ জনে।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, নতুন করে মাগুরায় মোট ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলায় মোট ১৭৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।