আরজু সিদ্দিকী, ইউএনবি: মাগুরায় চলতি বছর নালিম ফলের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দাম নিয়ে হতাশা বিরাজ করছে চাষিদের মধ্যে।
নালিম চাষিরা বলছেন, এখন নালিম ফলের মৌসুম চলছে। রমজান মাসে ইফতারির সাথে নালিমের ব্যাপক চাহিদাও রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে জমিতেই নালিম নষ্ট হওয়ায় ব্যয়ের সাথে আয়ের হিসেব মিলাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।
নালিম চাষিরা জানান, এবার শিবরামপুর, আঠারোখাদা, পূর্ববাড়িয়ালা, ইছাখাদা এলাকায় নালিমের বাম্পার ফলন হলেও করোনা কারণে বাজার অনেকটাই মন্দা যাচ্ছে। ক্রেতা সংকটে দাম যেমন উঠছে না তেমনি বিগত সময়ে থেকে পরিবহন ব্যয়ও বেড়েছে কয়েকগুণ।
হাজরাপুর গ্রামের নালিম চাষি রবিউল ইসলাম বলেন, ‘এবছর আমি সাড়ে তিন বিঘা জমিতে নালিম চাষ করেছি। ফলন ভালো হয়েছে। করোনাভাইরাসের কারণে বাজারজাত করতে পারছি না। সঠিক সময় নালিম জমি থেকে তুলতে না পারার কারনে খেতেই নষ্ট হচ্ছে। আবার বেশি পেঁকে যাওয়ায় ফেঁটে যাচ্ছে অনেক নালিম। রমজান মাসে নালিমের ব্যাপক চাহিদা থাকলেও করোনার কারণে বিক্রি করতে পারছি না।’
একই গ্রামের জহির শেখ বলেন, ‘আমি চার বিঘা জমিতে নালিম চাষ করেছি। আরও অন্যের জমি থেকে নালিম কিনেছি। ঢাকার সাথে যোগাযোগ করতে না পারার কারণে ভালো দাম পাচ্ছি না। বর্তমান দাম রয়েছে ৫ থেকে ৬ টাকা। খরা হলে আরও একটু ভালো দাম পাব বলে মনে হয়। ’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন বলেন, ‘জেলায় চলতি বছর ১৮২ হেক্টর জমিতে নালিম চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। যে সব কৃষক ঢাকায় নালিম বিক্রি করতে যাবেন তাদেরকে আমরা একটা প্রত্যয়নপত্র দিচ্ছি যাতে রাস্তায় কোনও সমস্যা না হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।