আন্তর্জাতিক ডেস্ক: আজব এক সমস্যার মুখোমুখি উত্তরপ্রদেশের হারদোই জেলার আহিরোরি ব্লকের গ্রামগুলো। মাছির উপদ্রবে সে এলাকার নতুন বউয়েরা শ্বশুরবাড়িতে এসেই ছুটছেন বাপের বাড়ি। অবাক হচ্ছেন তো? অবাক হলেও ঘটনা কিন্তু সত্যি।
বাধাইয়ান পুরওয়া গ্রামের প্রায় ছয়জন নতুন বউ মাছির যন্ত্রণায় বিরক্ত হয়ে এক বছরের মধ্যে তাদের বাবার বাড়ি ফিরে গিয়েছেন। স্বামীরা গিয়ে তাদের ফিরিয়ে আনার নানাবিধ চেষ্টা করলেও লাভ হয়নি কিছুই। তারা কেওই শ্বশুরবাড়ি ফিরতে রাজি হননি। তাদের শর্ত, স্বামীদের গ্রাম বদল করতে হবে, নয়তো তারা ফিরবেন না।
বাধাইয়ান পুরওয়া, কুইয়ান, পট্টি, দেই, সালেমপুর, ফতেপুর, ঢাল পুরওয়া, নয়া গাঁও, দেওরিয়া এবং একঘরা গ্রামগুলির বাসিন্দারা সবাই মাছির উপদ্রবে অতিষ্ঠ। গ্রামগুলির বিবাহিত পুরুষরা হতাশায় ভুগছেন অনাকাঙ্ক্ষিত এই সমস্যা নিয়ে। অন্য দিকে, অবিবাহিতদেরও অবস্থাও নাজেহাল। তাদের বিয়ে করতেই রাজি হচ্ছেন না কেও।
গ্রামবাসীরা অতিরিক্ত মাছির বিষয়টি নিয়ে বেশ সমস্যায় আছেন। বিয়ে ছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতা তৈরি হচ্ছে। ২০১৪ সালে গ্রামে একটি পোলট্রি ফার্ম খোলার পর থেকেই এ সমস্যার শুরু। এই বছর গ্রামে কোনও বিয়েই হয়নি। গ্রামবাসীরা সরকারি দৃষ্টি আকর্ষণের জন্য নানা পদক্ষেপ শুরু করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।