জুমবাংলা ডেস্ক : পদ্মা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে আবুল তালেব মিঠু নামে (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চারঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে। মৃত মিঠু রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কারিগরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে।
নিহতের পরিবার জানায়, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মিঠু ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে ডুব দেয়। ডুব দিয়ে দীর্ঘ সময়েও আর ওঠেনি। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধ্যার দিকে চারঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও মিঠুকে উদ্ধার করা যায়নি। আলোর স্বল্পতার কারণে ওইদিন রাত ১০টায় উদ্ধার কাজ বন্ধ করে ফায়ার সার্ভিস।
পরবর্তীতে শনিবার সকাল ৬টায় আবারও উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে ৯টার দিকে মিঠুর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল ইসলাম রতন জানান, মিঠু একজন কার্ডধারী জেলে। সে মাছ ধরতে ডুব দিলে আর উঠে আসেননি। পরবর্তীতে শনিবার সকালে মিঠুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
চারঘাট ফায়ার স্টেশন ম্যানেজার মোজাম্মেল হক বলেন, মিঠু নামে ওই ব্যক্তি কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী ছাড়াই ডুব দিয়ে মাছ শিকারে নামে। ডুব দিয়ে মাছ ধরার সময় নদীর বাঁধের ব্লকের ভেতরে তার হাত আটকে যায়। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে চারঘাট নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, যেহেতু কোনো অভিযোগ নেই, তাই কোনো মামলা হয়নি। এ ক্ষেত্রে স্থানীয় চেয়ারম্যানের সম্মতিক্রমে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়। এটা তারাই দেখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।