এ মাসের ফেব্রুয়ারিতেই মার্কেটে রিলিজ পায় Infinix এর Zero 5G স্মার্টফোন। তবে একই নামের X6815C মডেলের স্মার্টফোন এর কথা Infinix উল্লেখ করেছে যেটি FCC সার্টিফিকেশন অর্জন করতে সক্ষম হয়েছে।
স্মার্টফোনটিতে 5G এর ফিচার রয়েছে ও ভারতের মার্কেটকেই টার্গেট করে স্মার্টফোনটি বাজারে আসছে।
৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে। Bluetooth 5.0, NFC, ডুয়েল-ব্যান্ড Wifi আরও কিছু ফিচার থাকবে FCC Certified এ স্মার্টফোনে।
Infinix এর এ হ্যান্ডসেটে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। স্ক্রিনে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অপশন থাকবে। ফেব্রুয়ারিতে রিলিজ হওয়া Zero 5G মোবাইলটি ব্র্যান্ডের প্রথম 5G স্মার্টফোন ছিলো।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। স্মার্টফোনের মধ্যে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা থাকবে।
হ্যান্ডসেটটির পেছনে তিনটি ক্যামেরা লেন্স রয়েছে। মেইন ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। পাশাপাশি ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা লেন্স ইনস্টল করা থাকবে।
Infinix এর এই স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রচারণার সময়ে ফাইভ-জি থাকার বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা এর আগে ইনফিনিক্সের কোন স্মার্টফোন এ 5g টেকনোলজি এর ফিচার দেওয়া হয়নি।
৫০০০ মেগাহার্জের বিশাল ব্যাটারি দেওয়ার কারণে আপনি একবার চার্জ দিলেই অনায়াসে স্মার্টফোনটি পুরো ২৪ ঘন্টা কোন দুশ্চিন্তা ব্যতীত ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এফসিসি সার্টিফিকেশন পাওয়ার কারণে ইনফিনিক্স এর এই স্মার্টফোনে নতুন ভ্যালু যোগ হবে।
ইনফিনিক্স জিরো ফাইভ-জি স্মার্টফোনটি বাংলাদেশের বাজারের দাম হবে ২৫ হাজার টাকা এবং ভারতের ১৭ হাজার রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।