স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানকে একবার খেলার মাঠে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ‘সুইং অফ সুলতান’ খ্যাত পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতেছেন।
মঙ্গলবার (১৯ মে) রাতে সে আড্ডায় বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খানের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম। সেখানেই সাবেক এই পেসারের সঙ্গে মজার এই স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।
ঘটনাটি ১৯৯৫ সালে শারজায় এশিয়া কাপের সময়। আকরাম বলেন, সে ম্যাচের আগে ওয়াসিম ভাই কি করেছিলেন মনে আছে! আপনি এসে আমাকে জিজ্ঞেস করেন যে টসে জিতলে কি নিবে? আমি বললাম ফিল্ডিং। আপনি জিজ্ঞাসা করেছিলেন, তুমি নিশ্চিত?। আমি বলেছিলাম যে এটাই পরিকল্পনা। জবাবে আপনি বলেছিলেন যে, আজ তো খুব গরম, তাহলে আমি আর ওয়ার্ম আপ করছি না।
এরপরই মজার সেই ঘটনাটি সম্পর্কে আকরাম বলেন, টসে যাওয়ার আগে নান্নু ভাই এসে বললেন, টস জিতলে কেন ফিল্ডিং নেবে? ওরা আগে ব্যাট করলে তো তিন’শ ছাড়িয়ে যাবে। জিতলে ব্যাটিং নেওয়াই ভালো। এরপর আমি টস জিতে ব্যাটিং নিয়েছিলাম। কিন্তু আপনি ড্রেসিং রুমে এসে আমাকে বলেছিলেন, আকরাম, মাঠে আসো, তোমাকে দেখে নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।