বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ান মোবাইল কোম্পানি স্যামসং তার বহু অপেক্ষিত স্মার্টফোন “গ্যালাক্সি ফোল্ড” আনতে চলেছে। আগামী ৬ সেপ্টেম্বর সেটি প্রকাশ্যে আসবে। কিন্তু শেষ মুহূর্তের কিছু কাজ এখনও বাকি বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।
এই নতুন ফোনটির দাম প্রায় দুই হাজার টাকার কাছাকাছি হবে বলে জানা গিয়েছে। কেননা এই টাকাটা দিতে অধিকাংশের খুব একটা অসুবিধা হবে না বলে মনে করা হয়েছে।
স্যামসং কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, নতুন ডিজাইনের এই ফোনটিতে কেবলমাত্র ২৫৬ জিবি ইন্টারনাল মেমরি থাকবে যা পুরনো স্যামসং ফোনগুলির মেমরির থেকে অর্ধেক।
নতুন ধরনের এই ফোনটিতে থাকবে ৭.৩ ইঞ্চি প্রাইমারি আমলেদ স্ক্রিন এবং ৪.৬ ইঞ্চি স্ক্রিন। আগের সিরিজের ফোনগুলিতে ছিল ৭এনএম কয়ালকম, ৮৫৫ অক্টাকোর এসওসি তার সঙ্গে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এছাড়াও এতে থাকছে , ১৬ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। এছাড়াও সামনে ১০ মেগাপিক্সেল ক্যামেরাও থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।