বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ভারতের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লাভা তাদের নতুন মডেলের ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ফোনটির মডেল লাভা ব্লেজ। হ্যান্ডসেটির উন্মোচনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সম্প্রতি একটি জনপ্রিয় গ্যাজেট রিসার্চ প্ল্যাটফর্ম লাভা ব্লেজ সিরিজের ফোনটির দাম এবং কিছু ফিচারের তথ্য প্রকাশ করেছে।
গ্যাজেট রিসার্চ প্ল্যাটফর্ম মাইস্মার্টপ্রাইজ তাদের রিপোর্টে জানিয়েছে, স্মার্টফোনটি ব্ল্যাক শ্যাড এবং কার্ভড এজ ডিজাইনে তৈরি। থাকবে গ্লাস ব্যাক প্যানেল এবং কোয়াড রিয়ার ক্যামেরা। যাতে থাকবে চারটি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য লাভার এই বাজেট-রেঞ্জের ফোনে থাকবে ইউনিসকের প্রসেসর।
রিপোর্ট বলা হয়েছে, ভারতে লাভা ব্লেজ ফোনের দাম ১০ হাজার রুপির কাছাকাছি রাখা হবে। বাংলাদেশি মুদ্রায় এর দাম হতে পারে প্রায় ১২ হাজার টাকার মতো।
লাভা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং বিজনেস হেড সুনীল রায়না এ বিষয়ে বলেন, লাভা ব্লেজ স্মার্টফোনের ক্রেতারা ‘ডোর স্টেপ’ অর্থাৎ বাড়িতে বসেই ফোন মেরামতের সুবিধা পাবেন। বড় কোনো সমস্যা দেখা দিলে ফোনটি গ্রাহকের কাছ থেকে সংগ্রহ এবং মেরামত করে বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, ফোনের সমস্যা সমাধানে ডেডিকেটেড ব্যক্তি বরাদ্দ রাখা হবে। এ জন্য লাভা ভারতজুড়ে প্রায় দুই হাজার কর্মী নিয়োগ দেবে।
সুখবর দিলেন বিজ্ঞানীরা, নারিকেলি চেলা ও তিত পুঁটির কৃত্রিম প্রজননে প্রযুক্তি উদ্ভাবন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।