স্পোর্টস ডেস্ক: ১৬ বছর বয়সী পেসার নাসিম শাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে অভিষেক করবেন বলে জানিয়েছেন, পাকিস্তান দলের অধিনায়ক আজহার আলী।
আগামীকাল প্রথম টেস্টে নাসিম শাহ’র অভিষেকের ব্যপারে ব্রিসবেনে আজহার আলী সাংবাদিকদের বলেন, আমরা অবশ্যই তাকে আগামীকাল টেস্ট একাদশে রাখবো। সে সত্যিই ভা্লো মানের একজন বোলার এবং আমরা তার আন্তর্জাতিক ক্রিকেটে উত্তাপ দেখার জন্য অপেক্ষা করছি।
Advertisement
আগামীকাল প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান একাদশে আর কে কে থাকতে পারে জানতে চাইলে আলী বলেন, আমরা আমাদের একাদশ আগামীকাল (বৃহস্পতিবার) টসের পরেই ঘোষণা করবো। তবে এইটা নিশ্চিত, নাসিম অবশ্যই একাদশে থাকছে।
প্রসঙ্গত, ব্রিসবেনে স্টেডিয়ামে ২১ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।