মাত্র ১৭ মিনিটে ফুলচার্জ হবে যে স্মার্টফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অল্প সময়ের মধ্যে স্মার্টফোন শতভাগ চার্জ করা যায় করা যায় সে প্রযুক্তির উন্নতিতে কাজ শুরু করেছে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট কোম্পানি। ইতোমধ্যে জোর দিচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তির অত্যাধুনিক সব উপায় উদ্ভাবনে।

অবশ্য এরই মধ্যে শাওমি, অপো, ভিভো, স্যামসাং প্রায় সব ব্র্যান্ডই বিষয়টিতে অনেক এগিয়েছে। বাজারে নিয়ে এসেছে ফাস্ট চার্জিংয়ের ডিভাইস। এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চীনা ব্র্যান্ড শাওমি। তারা বাজারে ছেড়েছে ১২০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তির ফোন। যাতে মাত্র ১৭ মিনিটেই ব্যাটারি চার্জ হবে শতভাগ।

ফোনটির মডেল হচ্ছে শাওমি ইলেভেন-টি প্রো। দেশের বাজারে শাওমির এটাই প্রথম ফোন, যাতে ১২০ ওয়াটের শাওমি হাইপারচার্জ প্রযুক্তি রয়েছে। শাওমির দাবি, এ প্রযুক্তিতে মাত্র ১৭ মিনিটে ফোনটিতে থাকা ৫০০০ এমএএইচ ব্যাটারি শতভাগ চার্জ করা যাবে।

জিএসএমএরিনার এক রিপোর্টে বলা হয়, ফোনটি মাত্র ১০ মিনিটে চার্জ হবে ৭২ শতাংশ

ডিভাইসটিতে থাকা ৫০০০ এমএএইচের ব্যাটারিও দীর্ঘ ব্যাকআপ দেবে বলে জানিয়েছে শাওমি। বাজারে স্মার্টফোনটি উন্মোচনের পর প্রতিষ্ঠানটি জানায়, এটি একবার চার্জে চিন্তা ছাড়াই দেড় দিন ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

ইলেভেন-টি প্রো ডিভাইসটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দেয়া হয়েছে। চিপসেটটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে, যা ব্যবহারকারীদের কম শক্তি খরচে উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেলের প্রো-গ্রেডের স্ট্যানিং ট্রিপল ক্যামেরা। স্মার্টফোনটিতে এক ক্লিকেই এআই সিনেমা মোড, ৮-কে রেকর্ডিং এবং এইচডিআর১০ প্লাসসহ ফিল্মগ্রাফির সক্ষমতা রয়েছে।

৬.৬৭ ইঞ্চির এফএইচডি ১২০ হার্জ অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লের ফোনটির ৮+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা।

বাজার মাতাতে শাওমি নিয়ে এলো দুটি ফাইভ-জি ফোন