মাত্র ৬০ কেজি ওজনের দুর্দান্ত ইলেকট্রিক বাইক বাজারে, অবাক করবে লুক সহ একাধিক ফিচারস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বছরের শেষে ক্রিসমাসে চমক দিল মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা। গাড়ির সংস্থাটি বাজারে নিয়ে এলো দুর্দান্ত ফিচারসহ ইলেকট্রিক বাইক। এই বাইকটি পিনিনফারিনা কোম্পানির। যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে ইতিমধ্যেই।
কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ বৈদ্যুতিক যানবাহনের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। তার প্রধান কারণ অবশ্য পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। এখন মূল্যবৃদ্ধির ফলে খরচা অনেকটাই বেড়ে চলেছে। তাই সে কথা মাথায় রেখে গাড়ি প্রস্তুত সংস্থাগুলিও বৈদ্যুতিক যানবাহন তৈরির প্রতি বিশেষ আগ্রহ প্রদর্শন করেছে।
তবে নতুন ইলেকট্রিক বাইক গুলির একটি ভালো দিক হল এটি পরিবেশবন্ধক। যে কারণে মানুষ পরিবেশ দূষণ রোধ করার জন্য ইভি কেনার দিকেই ঝূঁকছেন বেশি। আসুন জানা যাক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা পিনিনফারিনা কোম্পানির এই ইলেকট্রিক বাইকের স্পেসিফিকেশন গুলি কি কি? এই বাইকটিকে মূলত লুক দেয়া হয়েছে আশির দশকের চলমান বাইকের মতনই কিন্তু এর ফিচারসগুলো অত্যন্ত উন্নত মানের দেওয়া হয়েছে। এই বাইকটির নাম রাখা হয়েছে ইসিং পিএফ ৪০।
বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট ও ভার্টিক্যাল রিবোট টায়ার। একবার সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৮ ঘন্টা। তবে ফাস্টিং চার্জার দিয়ে চার্জ দিলে তা ৪ ঘণ্টাতেও সম্পূর্ণ হয়ে যায়। বাইকটির ওজন মাত্র ৬০ কেজি কিন্তু এই বাইকটি ১১০ কেজির ওজন অনায়াসেই বহন করতে পারে। এই বৈদুতিক বাইক গুলি চালানোর জন্য লাইসেন্সেরও প্রয়োজন পড়ে না ইউরোপীয় দেশগুলিতে। বিনা লাইসেন্সে খুব সহজেই চালানো যায়।
এই বাইকটির সর্বোচ্চ গতিবেগ হচ্ছে ৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ইলেকট্রিক বাইকটি ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে লঞ্চ হয়ে গিয়েছে। দাম রাখা হয়েছে ৭০৭০ ইউরো থেকে ১৩৭৮০ ইউরোর মধ্যে। যা ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ টাকা কিন্তু এখনো পর্যন্ত এই ইলেকট্রিক বাইকটি প্রতিবেশী ভারতে কবে লঞ্চ হচ্ছে, তা নিয়ে কোন সঠিক বিজ্ঞপ্তি সংস্থার পক্ষ থেকে জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী নতুন বছরের মধ্যেই আমরা এই সুখবরটি পেতে চলেছি।
সূত্র: theindianews
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।