চীনের মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি তাদের স্মার্টফোনকে যেন আরো দ্রুত গতিতে চার্জ করতে পারে তার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। lightning fast charging ফিচার নিয়া আসার ক্ষেত্রে এগিয়ে আছে চীনের স্মার্টফোন নির্মাতরা।
vivo iQOO 10 Pro হ্যান্ডসেটটি এ বছর ২০০ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা তাদের চার্জিং এডাপ্টারে নিয়ে এসেছিল। বিজ্ঞাপনে দেখানো হয় ১০ মিনিটে একটি স্মার্টফোন পুরোপুরি চার্জ হয়ে যেতে সক্ষম।
অপো ২৪০ ওয়াট পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়েছে। শাওমি তার mi 11 pro স্মার্টফোনে ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা নিয়ে আসতে পেরেছিল। তবে হ্যান্ডোসেটের ঐ মডেলটি সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছাতে পারেনি।
গবেষণার মাধ্যমে দেখা যায় শাওমির ওই ডিভাইসটি মাত্র ৮ মিনিটে ১০০ ভাগ চার্জ হতে পেরেছে। এবার শাওমির ২১০ ওয়াট চার্জিং সিস্টেম ফিচার নিয়ে আসছে।
শাওমি তাদের এই চার্জিং এডাপ্টারের নাম দিয়েছে Xiaomi MDY-13-EU। এ এডাপ্টারটি ইতিমধ্যে বেশ কয়েকটি সার্টিফিকেট পেতে সক্ষম হয়েছে। সর্বশেষ তাদের এই নতুন প্রযুক্তিটি 3C সার্টিফিকেট অর্জন করেছে।
গবেষণা অনুযায়ী এ চার্জিং অ্যাডাপ্টরটি 5V/3A, 9V/3A, 11V/6A Max, 17W/10.5A Max, ও 20V/10.5A Max পর্যন্ত আউটপুট দিতে সক্ষম। তবে শাওমির কোন স্মার্টফোনটিতে সর্বপ্রথম ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতা থাকবে সেটা এখনো নিশ্চিত নয়। কেননা শাওমি প্রত্যেক বছরই অনেক হ্যান্ডসেট বাজারে রিলিজ করে থাকে। তবে ধারণা করা হচ্ছে কোন ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম স্মার্টফোনের সাথেই এ স্পেশাল অ্যাডাপরটি যুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।