শীঘ্রই নয়া ইনোভেশন নিয়ে বাজারে আসতে যাচ্ছে শাওমি রেডমি নোট ১২ সিরিজের স্মার্টফোন। সম্প্রতি স্মার্টফোনগুলোতে চার্জ করার সময় অনেক কমে এসেছে। শাওমির নতুন ডিভাইস এ ২০০ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি ২১০ ওয়াট হাইপার চার্জ এর দারুন ফিচার থাকছে।
এরকম স্মার্টফোন বাজারে এভিলেবল আছে যেখানে ১৫ মিনিটে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাবে। তবে শাওমি রেডমি নোট ১২ সিরিজ স্মার্টফোনে বড় চমক থাকছে। redmi note 12 discovery edition স্মার্টফোনে ২১০ ওয়াটের হাইপার চার্জ এর সক্ষমতা থাকবে ।
এই স্মার্টফোনে ১০০ ওয়াটের তিনটি ফাস্ট চার্জিং চিপসেট দেওয়া থাকবে। ৪৩০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। এর ফলে মাত্র নয় মিনিটে শূন্য থেকে শতভাগ পর্যন্ত চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি।
এর আগে xiaomi এবং অপোর স্মার্টফোনে শতভাগ চার্জ হতে ১৫ মিনিট পর্যন্ত সময় লাগতো। নয়া ইনোভেশন এর ফলে এখন তা নয় মিনিটে নেমে এসেছে।
শাওমির নতুন ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসরের ব্যবহার করা হবে। ডিসপ্লের সাইজ হবে ৬.৬৭ ইঞ্চি। স্ক্রিনের রেজুলেশন হবে ২০৪০ গুণ ১০৮০ পিক্সেল।
২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা স্মার্টফোনের সাথে আপনি পেয়ে যাবেন। এখানে ইমেজ স্ট্যাবালাইজেশনের ফিচারও দেওয়া থাকবে। ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল এর মাইক্রো ক্যামেরা লেন্স ইনস্টল করা থাকবে।
রেডমি ডিসকভারি এডিশন স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া থাকবে। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম থাকবে এন্ড্রয়েড ১২।
শাওমির এ ডিভাইসে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেওয়া থাকবে। অবশ্য xiaomi note 12 pro স্মার্টফোনে samsung এর বদলে সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে।
শাওমির ওই স্মার্ট ফোনে ৫০০০ মেগাহার্জের ব্যাটারি ইনস্টল করা থাকবে। তবে সব থেকে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হবে রেডমি নোট ১২। xiaomi redmi note 12 discovery edition স্মার্টফোনের সম্ভাব্য প্রাইস ২৬ হাজার রুপি ও ৩২ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।