জিডিপি এবং মাথাপিছু আয় নিয়ে বাংলাদেশের জন্য কোন ভালো সংবাদ নেই। দেশের জিডিপি প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় বেশ কমে গিয়েছে। আমাদের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৩৮ ডলার। আগের হিসাব থেকে এটি 46 ডলার কমে গিয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বর্তমানে আমাদের জিডিপি হচ্ছে ৪.২২ শতাংশ। এর আগের হিসাব থেকে এটি ১.৬০ শতাংশ পয়েন্ট কমে গিয়েছে। বাংলাদেশ গত কয়েক বছর থেকে ডলার সংকটে ভুগছিল। এর ফলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছিল।
শিল্প খাতে পিছিয়ে যাচ্ছিল। বিশ্ব ব্যাংক মনে করেছিল ২০২৩-২৪ অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি কমে যাবে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী এতটা কমে যায়নি যতটা ব্যাংক বলেছিল। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল 6.5 শতাংশ। শেখ হাসিনার আমলে এ ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আমাদের বর্তমান যে জিডিপি তা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।
একটি দেশে সারা বছর উৎপাদিত পণ্য ও সেবা মিলিয়ে জিডিপি হিসাব করা হয়। পরিসংখ্যান ব্যুরো বলছে, চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছর শেষে দেশের মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭ বিলিয়ন টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার। গতবছর অগাস্টে প্রকাশিত সাময়িক হিসাবে জিডিপির আকার দেখানো হয়েছিল ৪৫৯ বিলিয়ন ডলার।
সাময়িক হিসাবে মাথাপিছু আয়ও বাড়িয়ে দেখানো হয়েছিল, যা চূড়ান্ত হিসাবে কমে গেছে। জিডিপি কমায় দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ ডলার, যা আগে ২ হাজার ৭৮৪ ডলার প্রাক্কলন করা হয়েছিল। অর্থাৎ, সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে গেছে।
মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের মার্কিন ডলারের গড় বিনিময় হার ১১১ টাকা ৬ পয়সা হিসেবে ধরা হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়ছে। তাই, টাকার হিসাবে মাথাপিছু আয় তিন লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।