আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ৩৯ বছর বয়সী রিকি স্মিথ। দুই সপ্তাহ ধরে মাথা ব্যথায় ভুগছিলেন। পরে সঙ্গিনীর পরামর্শে হাসপাতালে গিয়ে জানতে পারেন তিনি বাঁচবেন মাত্র ১৫ মাস।
গত ফেব্রুয়ারিতে প্রথম মাথাব্যথা শুরু হয় স্মিথের। কোনভাবেই মাথাব্যথা কমছিল না। পরে তার ৪১ বছর বয়সী পার্টনার ক্যাটরিনা বিনফিল্ডের পরামর্শে একজন ডাক্তারের স্মরণাপন্ন হন। ওই ডাক্তার কিছু খুঁজে না পাওয়ায় তাকে শুধু বিশ্রাম ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন।
ডাক্তারের কথা মতো চলার পরও মাথাব্যথা না যাওয়ায় তিনি চোখের ডাক্তার দেখান। ওই ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান স্মিথের দুই চোখের পেছনে রক্ত রয়েছে। যা ব্রেন ক্যান্সারের একটি ভয়াবহ ইঙ্গিত। এরপর আরও পরীক্ষা নিরীক্ষা করতে স্মিত জানতে পারেন তার ব্রেন ক্যান্সার হয়েছে। এমনকি ডাক্তাররা তাকে বলে দিয়েছেন, তিনি হয়ত আর মাত্র ১৫ মাস বাঁচবেন।
স্মিথের পার্টনার জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি এখন প্রায়ই অনেক কিছু ভুলে যান এবং অস্বাভাবিক হয়ে যান।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।