উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলা সদর ইউনিয়নের আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের বখাটে নাইম প্রায়ই নেশার টাকার জন্য তার মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে অত্যাচার করে আসছিল। গত শুক্রবার নেশার টাকা না পেয়ে ওই যুবক তার মা-বাবাকে এলোপাতারি লাঠিপেটা করে।
এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শনিবার বাবা স্থানীয় প্রশাসনের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার শনিবার দুপুরে বখাটের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে আটকের পর এক বছরের কারাদণ্ড দেন।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool