নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি হৃদয়বিদারক ঘটনা আমাদের সমাজে মাদকাসক্তির ভয়াবহ রূপের নগ্ন বাস্তবতা সামনে এনেছে। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ সন্তানকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ বাবা। হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে, শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া গ্রামের আটিপাড়া এলাকায়।
নিহত আনোয়ার হোসেন (২৫) দীর্ঘদিন ধরে মাদকসেবনে জড়িয়ে পড়েছিলেন। বাবা মোহাম্মদ আলীর ভাষ্যমতে, আনোয়ার পরিবারের গরু, পুকুরের মাছ ও বাড়ির গাছ পর্যন্ত বিক্রি করে নিজের নেশার খরচ চালিয়েছেন। এমনকি তাকে নিরাময় কেন্দ্রে পাঠিয়েও কোনো পরিবর্তন আনতে পারেননি।
বাবা মোহাম্মদ আলী জানান, একাধিকবার মারধর ও হুমকির শিকার হয়েছেন তিনি। ঘটনার দিনও আনোয়ার ১১টি গরুকে মারধর করেন, বাবাকে গালিগালাজ ও ঘুষিও মারেন। একপর্যায়ে সব সহ্যের সীমা অতিক্রম করে গেলে রাতের গভীরে ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মন্তব্য, “একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই ভালোবাসা যখন সীমাহীন কষ্ট আর অবমাননায় রূপ নেয়, তখন এমন ঘটনা অনিবার্য হয়ে ওঠে।”
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, অভিযুক্ত বাবা ভোরে থানায় এসে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটিটিও জব্দ করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।