জুমবাংলা ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা চৌপথী হাফিজিয়া মাদরাসার ছাত্র ও শিক্ষকদের মাঝে বিতরণকৃত কম্বল রাতের আঁধারে লুট করে নিয়ে গেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের গাড়িচালক।
বুধবার (১৩ জানুয়ারি) গভীর রাতে মটুকপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ও পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল হকের গাড়ি চালক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন মাদরাসার ১৩টি কম্বল লুট করে নিয়ে যান। পরবর্তীতে কম্বলগুলো ফেরত দেয়ার চেষ্টা করেও সাধারণ মানুষের বাধার মুখে পালিয়ে যান।
মতিনের বিরুদ্ধে ছাত্রলীগের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। তবে ছাত্রলীগের সঙ্গে মতিনের কোনো সম্পর্ক নেই বলে সংগঠনের পক্ষ হতে জানানো হয়েছে।