মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় ট্রাকের চাপায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির প্রাণহানি হয়েছে।
Advertisement
আজ বুধবার সকালে উপজেলার বালীগ্রাম এলাকার পান্থাপাড়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া বাজারে রাস্তা পার হওয়ার সময় বরিশালগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।