জুমবাংলা ডেস্ক : জেলার রাজৈর উপজেলার চানপট্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়েছে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে।
Advertisement
এলাকাবাসী ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকারমাদারীপুরে মোকাই মাতুব্বর পক্ষ ও দবির মাতুব্বর পক্ষের লোকজনের মধ্যে শনিবার বিকেলে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রোববার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৬/৮ টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট হয়। এসময় দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়।
আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এলাকায় থমথমে বিরাজ করছে।
রাজৈর থানার ওসি মো. শাহজাহান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


