জুমবাংলা ডেস্ক: মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার চার উপজেলায় প্রায় ৬৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পদ্মার পানি বিপদ সীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। খবর ইউএনবি’র।
জেলার শিবচর ও সদর উপজেলায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। শিবচরের কাঠালবাড়ী, নিলোখি, মাদবরের চর, সন্নাসীর চর, দওপাড়া, চর হাজেরা ও বজলু সরকারের চর এলাকায় ২৫ হাজার লোক গবাদি পশু নিয়ে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদের তীরসহ প্রায় ৬০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।
আড়িয়াল খাঁ নদের পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদর উপজেলার ১০ ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে ৩০ হাজার লোক চরম দুর্ভোগ পোহাচ্ছে। গ্রামীণ জনপদের অনেক এলাকায় কাঁচা রাস্তা ও নলকুপ তলিয়ে গেছে। গত ৭২ ঘণ্টায় উপজেলার শিড়খাড়া এলাকায় ৫০টি বসতঘর নদীতে নিমজ্জিত হয়েছে।
রাজৈর উপজেলার বদরপাশা, রাজৈর, কদমবাড়ি, আমগ্রাম ও বাজিতপুরের প্রায় ৫ হাজার লোক পানিবন্দী জীবনযাপন করছেন। কালকিনি উপজেলার চরাঞ্চলের প্রায় ৫ হাজার লোকের বসতঘর পানিতে ডুবে গেছে।
জেলা প্রশাসন ইতোমধ্য ১০ হাজার ১৪১ জন বন্যা দুর্গত লোকের মধ্য বিতরণের জন্য ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।