জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের মধ্যে দেশে মাদ্রাসাগুলো বন্ধ থাকায় আল্লাহ ‘অসন্তুষ্ট’ হয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেছেন, আল্লাহর এই ‘অসন্তুষ্টির’ জন্যই দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে।
রবিবার বিকেলে বরিশাল নগরীর চাঁদমারীতে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমবলেন, ‘দেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়ায় সেখানে কোরআন তেলওয়াত-দোয়া হচ্ছেনা। এ কারণে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হচ্ছে।’
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সমালোচনা করে তিনি বলেন, স্কুল বন্ধ রেখে জাতিকে মূর্খ করে ফেলছে সরকার।
তিনি বলেন, ‘একটি মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরণ করা শ্রেয়। শিশুরা খেলার মাঠ, হাটবাজার সর্বত্র যেতে পারলেও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে সরকারের।’
এসময় দলটির নেতারা জানান, ঈদুল আযহার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে‘বড় আন্দোলন’ গড়ে তুলবেন তারা।
ফয়জুল করীম বলেন, ‘ডান্ডা, হামলা, মামলা করে মানুষকে আর দাবিয়ে রাখতে পারবে না এ সরকার।’
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন ইস্যুতে ধর্মভিত্তিক নানা সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের সমালোচনা করেন ইসলামী আন্দোলন-বাংলাদেশের নেতারা।
তারা বলেন,গত কয়েক মাসে অনেক নীরিহ আলেম-ওলামাদের সরকার গ্রেপ্তার করে কারাবন্দি করেছে।
সংবাদ সম্মেলনে, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
করোনা সঙ্কটে দেশের স্বাস্থ্যখাতের দুর্নীতির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, ‘স্বাস্থ্য খাতে লুটপাটের কারণে দেশে চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। হাসপাতালে এসে রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না ‘
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ‘চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস টিম’ গঠন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা করোনায় আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দিচ্ছে। চাহিদা অনুযায়ী রোগীদের বাড়িতে অক্সিজেন পৌছে দিচ্ছে। মৃতদের দাফন এমনকি হিন্দু ধর্মালম্বীদের সৎকার করে দিচ্ছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, আবদুল্লাহ আল মামুন টিটুসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।