বিনোদন ডেস্ক : আলিয়া মানেই আলোচনা, আলিয়া মানেই সব আলো তার দিকে। বাস্তব ও সামাজিক মাধ্যম, সবখানেই আলিয়া দৃষ্টি নিজের দিকে কেড়ে নিতে পারেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন বলিউডের এই মুহূর্তের সবচেয়ে অভিজাত অভিনেত্রী।
সাদা শাড়ি ও ব্লাউজে আলিয়াকে দেখা যাচ্ছে একটি সাদা গোলাপ হাতে। আলিয়া এই লুকে একাধিক ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘চোখ বন্ধ করে আমায় দেখো না।’ আলিয়ার এই লুক নেটিজেনরা দারুণভাবে পছন্দ করেছেন। শুধু গর্জিয়াস মন্তব্যেই মন্তব্যের বাক্স ভরে উঠেছে। তারকারাও আলিয়ার এই পোস্টে আকৃষ্ট হয়েছেন। আলিয়ার বড়বোন শাহীন, অভিনেত্রী অনন্যা পান্ডে, ভূমি পেডনেকার, আথিয়া শেঠিসহ অনেকেই মন্তব্য করেছেন ছবিতে। জানিয়েছেন ভালোবাসা ও আবেগ।
তবে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘মাধুরীর তরুণ ভার্সন হলেন আলিয়া ভাট।’ যদিও আলিয়া এই মন্তব্যের কোনো উত্তর দেননি, তবে অন্যরা এটাকে গ্রহণ করে তার উত্তর প্রতিউত্তর দিয়ে যাচ্ছিলেন মন্তব্য বাক্সেই।
এদিকে, গোটা কাপুর পরিবার সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে গিয়েছিল। এদিন তাঁরা গিয়ে প্রধানমন্ত্রীকে রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকীর উদযাপনের আমন্ত্রণ জানান। আর সেই সাক্ষাতের বেশ কিছু ছবি এদিন পোস্ট করেছেন আলিয়া।
১১ ডিসেম্বর আলিয়া ভাট ইনস্টাগ্রামে মোদীর সঙ্গে দেখা করতে যাওয়ার বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে খালি নিজেদের নয়, কাপুর পরিবারের সমস্ত সদস্যরাই এদিন একসঙ্গে মোদীর বাসভবনে কী কী করেছেন, যাওয়ার পথে কী কী করেছেন তাঁরা সবটাই তুলে ধরেছেন।
আলিয়া, রণবীর কাপুর ছাড়াও এদিন মোদির সঙ্গে দেখা করতে কারিনা কাপুর, কারিশমা কাপুর, নিতু কাপুর, ঋদ্ধিমা কাপুর প্রমুখ গিয়েছিলেন। তাঁরা যাওয়ার সময় বাসে যেভাবে মজা করেছেন সেই ছবি দেখে সাইফ আলি খান, কারিশমা কাপুর অভিনীত হাম সাথ সাথ হ্যায় ছবিটির ABCDEFGHI গানটির কথা পড়ে গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।