বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের সঞ্চালনায় সম্প্রতি শুরু হয়েছে ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৬তম সিজন। এই সিজনে উপস্থিত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন আফ্রিকার দেশ তানজানিয়ার নাগরিক কিলি পল।
শুধু বিগ বসের ঘরেই না, কিলি পলকে দেখা যাবে ড্যান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’-এর সিজন দশে। যেখানে মাধুরী দীক্ষিত ও নোরা ফাতেহির সঙ্গে নাচতেও দেখা যাবে কিলিকে।
সম্প্রতি ‘ঝলক দিখলা জা’-এর প্রোমো ইনস্টাগ্রামে পোস্ট করেছে কালারস টিভি। সেখানে দেখা যায়, মাধুরী দীক্ষিত ও নোরার সঙ্গে নাচছেন কিলি।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া মাধুরীর সিনেমা আনজাম-এর গান ‘চান্নে কে খেত মে’-তে অভিনেত্রীর সঙ্গে নাচছেন কিলি ।
এছাড়াও গায়ক গুরু রনধাওয়ার গান ‘ড্যান্স মের রানি’তে প্রতিযোগীদের সঙ্গে নাচেন কিলি।
‘ঝলক দিখলা জা’র মঞ্চে কিলির পারফর্ম করার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে।
কিলি বলেন, ‘আমার কাছে নাচের আনন্দের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমি ঝলক দিখলা জাতে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। আমি ভারত থেকে এবং সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি ভারতের সংস্কৃতি এবং বলিউডে আবদ্ধ।’
তানজানিয়ার এই সোশ্যাল মিডিয়া স্টার আরও বলেন, ‘এই শোতে দুর্দান্ত নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলানো আমার জন্য আশ্চর্যজনক। এই শোতে সেরা কিছু স্মৃতি তৈরি হয়েছে আমার। আমাকে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রতিযোগী এবং বিচারক করণ জোহর, মাধুরী দীক্ষিত এবং নোরা ফাতেহিকে ধন্যবাদ জানাই।’
View this post on Instagram
‘ঝলক দিখলা জা’ শোটি বর্তমানে বিচারক হিসেবে রয়েছেন মাধুরী দীক্ষিত, নোরা ফাতেহি এবং করণ জোহর।
কিলি বলিউড সিনেমার গানে ঠোঁট মেলানো এবং নাচের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমূল জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৪০ লাখের বেশি ফলোয়ার তার।
সংসার করবে কেউ বিশ্বাস করেননি, সেই মোশাররফের এখন ১৮ বছরের সংসার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।