Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মানবজাতির জন্য নাসার ক্লিপার মিশন কেনো গুরুত্বপূর্ণ
    বিজ্ঞান ও প্রযুক্তি

    মানবজাতির জন্য নাসার ক্লিপার মিশন কেনো গুরুত্বপূর্ণ

    Yousuf ParvezSeptember 20, 20243 Mins Read

    Advertisement

    শিগগিরিই গ্রহদানব বৃহস্পতির চাঁদ ইউরোপার উদ্দেশে মিশন পরিচালনা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সব ঠিক থাকলে আগামী ১০ অক্টোবর, বৃহস্পতিবার ক্লিপার মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। গত ১৭ সেপ্টেম্বর নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরি থেকে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

    নাসার ক্লিপার মিশন

    এ বিষয়ে নাসার প্ল্যানেটারি সায়েন্স বা গ্রহবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিনা ডিব্র্যাসিও বলেন, ‘আমরা যে নতুন জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছি, সেখানে আগে কখনো গভীরভাবে অনুসন্ধান চালানো হয়নি। ইউরোপা প্রায় আমাদের চাঁদের সমান। কিন্তু আমাদের বিশ্বাস, সেখানে বরফ আকারে অনেক পানি আছে। পৃথিবীর মহাসাগরগুলোর তুলনায় অন্তত দ্বিগুণ পানি রয়েছে ইউরোপায়। সেখানে প্রাণ থাকতে পারে।’

    ইউরোপায় সত্যিই প্রাণ আছে কি না, তা ভবিষ্যতে জানা যাবে। আগামী অক্টোবরে ক্লিপার মিশন উৎক্ষেপণ হলেও ইউরোপায় পৌঁছাতে লাগবে ৫ বছর। ২০৩০ সালের এপ্রিলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে মহাকাশযানটি। তবে ইউরোপায় কিন্তু মহাকাশযানটি অবতরণ করবে না, বরং চাঁদটির চারপাশে ঘুরবে। বিজ্ঞানের ভাষায় একে বলে ফ্লাইবাই। ঘুরতে ঘুরতেই এটি যা পরীক্ষা-নিরীক্ষা করার, করবে। এ সময় তথ্য সংগ্রহের জন্য মহাকাশযানটি উন্নত প্রযুক্তির রাডার ও নানা প্রযুক্তি ব্যবহার করবে। ইউরোপাকে মোট ৪৯ বার প্রদক্ষিণ করবে মহাকাশযানটি।

    এখানে একটা কথা জানিয়ে রাখা প্রয়োজন। ইউরোপায় সরাসরি জীবনের সন্ধান করবে না এ মিশন। বরং জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান রয়েছে কি না, তা অনুসন্ধান করা হবে এ অভিযানে। সেরকম উপাদান খুঁজে পেলে ভবিষ্যতে হয়তো ইউরোপায় কোনো মহাকাশযান অবতরণ করবে।

    উল্লেখ্য, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির মোট ৯৫টি চাঁদের ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। তবে এরকম চাঁদ আরও অনেক রয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি আরও উন্নত হলে সেগুলো স্বীকৃতি পাবে। এই ৯৫টি চাঁদের মধ্যে ইউরোপা চতুর্থ বৃহত্তম। এর পৃষ্ঠের নিচে বরফ থাকার সম্ভাবনা আছে বলেই নাসা ইউরোপায় মিশন পরিচালনা করছে।

    ভাবতে পারেন, ইউরোপায় বরফের বিষয়টা কীভাবে নিশ্চিত হলো নাসা। এটা কি শুধু অনুমান, নাকি কোনো প্রমাণ আছে? আসলে শুধু ইউরোপার উদ্দেশে এটাই নাসার প্রথম মিশন হলেও এর আগে ভয়েজার ১ ও ২ এসব গ্রহ, উপগ্রহের পাশ দিয়ে চলে গেছে সৌরজগতের বাইরে। তা ছাড়া ১৯৭২ ও ৭৩ সালে পাইওনিয়ার ১০ ও ১১ মিশন পরিচালনা করে নাসা। দুটি মিশনই বৃহস্পতিকে প্রদক্ষিণ করে। তখন ইউরোপার কিছু ছবি তুলেছিল এই নভোযানগুলো। সেসব ছবি বিশ্লেষণ করে বরফের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে অনেক আগেই। এখন তাই নির্দিষ্ট করে শুধু ইউরোপার উদ্দেশে যাচ্ছে ক্লিপার মিশন।

    নাসার সবচেয়ে বড় মিশনগুলোর মধ্যে এটা অন্যতম। মহাকাশযানটি প্রায় ১০০ ফুট বিস্তৃত। একটা বাস্কেটবল কোর্টের চেয়ে বড়। সূর্যের আলো ধরার জন্য এ মহাকাশযানে রয়েছে বিশালাকার সৌরপ্যানেল। কারণ, সূর্য থেকে বৃহস্পতি গ্রহটি বেশ দূরে। অত দূরে সূর্যের আলো পৌঁছায় কম। তাই সৌরপ্যানেল বড় করতে হয়েছে। এ সৌরশক্তির সাহায্যে নভোযানের যন্ত্রগুলো সচল থাকবে। এ ছাড়া মহাকাশযানটিতে পুরু প্রাচীরযুক্ত টাইটেনিয়াম ও অ্যালুমিনিয়ামের ভল্ট রয়েছে। বৃহস্পতির চারপাশের তীব্র বিকিরণ সহ্য করতে এগুলো সাহায্য করবে।

    এখন শুধু নভোযানটি উৎক্ষেপণের অপেক্ষা। এর আগেও কয়েকবার উৎক্ষেপণের দিন তারিখ ঠিক করা হলেও তা নানা কারণে পিছিয়ে গেছে। দেখা যাক, আগামী ১০ অক্টোবর সফলভাবে নভোযানটি উৎক্ষেপণ করতে পারে কি না নাসা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    কেনো ক্লিপার গুরুত্বপূর্ণ জন্য নাসার নাসার ক্লিপার মিশন প্রযুক্তি বিজ্ঞান মানবজাতির মিশন
    Related Posts
    স্যামসাং গ্যালাক্সি হিডেন

    স্যামসাং গ্যালাক্সি হিডেন ফিচার: অজানা টিপস!

    July 27, 2025
    WhatsApp

    যে ৪ ভুলে হারাতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

    July 27, 2025
    honda shine

    এবার ইলেকট্রিক ভার্সনে আসছে হোন্ডা শাইন

    July 27, 2025
    সর্বশেষ খবর
    স্যামসাং গ্যালাক্সি হিডেন

    স্যামসাং গ্যালাক্সি হিডেন ফিচার: অজানা টিপস!

    প্রধান উপদেষ্টা

    অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করার আহ্বান প্রধান উপদেষ্টার

    মাকরুহ সময়

    মাকরুহ সময়: নামাজের নিষিদ্ধ ক্ষণগুলোর তাৎপর্য ও বিস্তারিত নির্দেশনা

    ইসলামিক বিনিয়োগ

    ইসলামিক বিনিয়োগ নীতিতে সফলতার মূলমন্ত্র: শরিয়া পথে অর্থ বৃদ্ধির বিজ্ঞান

    হাসনাত

    নিজের বাবাও যদি দুর্নীতি করে তাহলে তা প্রতিহত করতে হবে : হাসনাত

    হাইয়ার কনভার্টিবল এসি

    হাইয়ার কনভার্টিবল এসি ২ টন: বাংলাদেশ ভারতে দাম, স্পেসিফিকেশন ও রিভিউ

    ফোল্ডেবল ফোন

    ফোল্ডেবল ফোন ব্যবহারের টিপস: দক্ষতা বাড়ান সহজে

    ১০ গ্রাম প্লাবিত

    নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ফেনীর ১০ গ্রাম প্লাবিত

    ডুয়েল সিম অপ্টিমাইজেশন

    ডুয়েল সিম অপ্টিমাইজেশন: আপনার ডিজিটাল জীবনের অদৃশ্য সুপারহিরো

    আত্মহত্যা

    ঠাকুরগাঁওয়ে সন্তানের আত্মহত্যার শোকে বাবার আত্মহত্যা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.