মানবমস্তিষ্কে ইলেকট্রিক-চিপ কীভাবে কাজ করবে?

ইলেকট্রনিক চিপ

ধরুন এক সোফায় বসে আরাম করে টিভি সেটের সামনে বসে খেলা উপভোগ করছেন। কিন্তু কিছুক্ষণ পর খেলার চ্যানেলে আর মন বসছে না। ভাবছেন এখন আপনি ভিন্ন কিছু দেখবেন। যেই ভাবনা সেই কাজ। চোখের সামনে বদলে গেল চ্যানেলটি। হাত বাড়িয়ে টিভি রিমোট স্পর্শ করার আগেই তা হয়ে গেল।

ইলেকট্রনিক চিপ
মস্তিষ্কে বসানো ইলেকট্রনিক চিপ দিয়ে এ ধরনের কাজ করার কল্পকাহিনী এবার বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়েছে। ইলন মাস্কের নিউরালিংক তা করে দেখাতে সক্ষম হয়েছে। এ মাসে তারা মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপসেট বসানোর বিষয়ে সাফল্য অর্জন করে।

মানবদেহে মস্তিষ্ক সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি দিয়ে সব ধরনের কাজ নিয়ন্ত্রণে করা হয়। এই জটিল অংশটি 171 বিলিয়ন কোষ দিয়ে গঠিত। এটি আমাদের চিন্তা, চেতনা, বিবেক, চলাফেরা সবকিছু নিয়ন্ত্রণ করে। সংবেদনশীল মস্তিষ্কের সাথে যন্ত্রের সংযোগ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছিল বিজ্ঞানীরা।

এখন এক্ষেত্রে বড় একটি সাফল্য পেয়ে গেল নিউরালিংক। এখানে পিসিআই প্রযুক্তির চিপসেট তৈরী করতে সক্ষম হয়েছে নিউরালিংক। রোবটের মাধ্যমে এই চিপসেট বসানো হয়েছে। মস্তিষ্কে পরীক্ষামূলক সংকেত পাঠানো সম্ভব হয় চিপসেট এর মাধ্যমে।

চিপসেট থেকে পাওয়া সংকেতগুলি এপ্লিকেশনের মাধ্যমে কম্পিউটারে মনিটর করা যায়। এর ফলে মানুষের গতিবিধি এবং উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য একটি সিস্টেম তৈরি করা সম্ভব হলো। এর ফলে কম্পিউটার, স্মার্টফোন সবকিছু দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

কম্পিউটার বা স্মার্টফোনে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ মিলবে। শুরুতে বানর বা ভেড়ার উপর পরীক্ষা চালিয়ে সফলতা অর্জন করে নিউরালিংক। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন নিউরালিংককে মানুষের উপরে পরীক্ষা করার অনুমতি দেয়।

পরীক্ষায় দেখা যায় যে যথেষ্ট পরিমাণে আবেগ শনাক্ত করা সম্ভব হয়েছে। মানুষের জটিল স্নায়ু সমস্যার সমাধান করা যাবে এ প্রযুক্তির মাধ্যমে। তাই অঙ্গ প্রত্যঙ্গ রাতে অক্ষম ব্যক্তিরা এই চিফ সেটি ব্যবহার করার সুযোগ পাবে। তবে চিপসের টি কবে বাজারে ছাড়া হবে এ বিষয়টি এখনো জানানো হয়নি।