বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এ সময়ের আলোচিত বৈদ্যুতিক গাড়ির পর এবার মানব আকৃতির রোবট তৈরির ঘোষণা দিয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি বছরই অপটিমাস নামের এই রোবটের প্রোটো টাইপ বানানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি।
মানব আকৃতির এক পাল রোবট কাজ করছে কারখানায়। এমন দৃশ্য সায়েন্স ফিকশন মুভিগুলোতে প্রায়ই দেখা গেলেও এখনও তা বাস্তবে নেই। তবে সম্প্রতি এমনই রোবট মানব বানানোর ঘোষণার দিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
নতুন মডেলের কোনো গাড়ি নয়, বরং এই রোবট মানবই এ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানালেন মাস্ক। চলতি বছরই অপটিমাস নামের রোবটের প্রোটোটাইপ বা পরীক্ষামূলক সংস্করণ আনার পরিকল্পনা করা হয়েছে। তিনি আশা করছেন, সামনের দিনে এই রোবট তৈরির ব্যবসায় আয় ছাড়িয়ে যাবে গাড়ির ব্যবসাকেও।
এর আগে ২০২১ সালের আগস্টে টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলেজেন্স ডেতে রোবট অপটিমাসের ধারণাকে তুলে ধরেছিলেন ইলন মাস্ক।
তিনি মনে করেন, বিশ্বের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে টেসলার এই রোবট প্রযুক্তি। তার মতে, অর্থনীতির মূল ভিত্তি হলো শ্রম। রোবটের ব্যবহার হলে কারখানায় শ্রমিকের সংকট থাকবে না। এখানেই রোবট অপটিমাসের সম্ভাবনা রয়েছে।
তবে রোবট নিয়ে ইলন মাস্কের এই মাতামাতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে প্রযুক্তি মহলে। তারা বলছেন, এটি আসলে কৃত্রিম বুদ্বিমত্তা খাতে নতুন মেধা আকর্ষণে তার একটি নতুন কৌশল।
এই রোবট মানবগুলো সর্বপ্রথম টেসলার কারখানাগুলোতেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন টেসলার নির্বাহী পরিচালক। তার মতে, টেসলার এই রোবট যদি নিজেদের কাজেই না আসে, তবে অন্যরা কি করে তাতে আস্থা রাখবেন।
এদিকে টেসলার নতুন গাড়ির যারা ভক্ত, তাদের জন্য নতুন বছরে কোনো আশাবাদ নেই। বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে আপাতত ২৫ হাজার ডলারের বৈদ্যুতিক গাড়ি নিয়ে কাজ না করার কথা জানিয়েছেন ইলন মাস্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।