আন্তর্জাতিক ডেস্ক: সেপ্টেম্বর থেকে অফিস খুলছে জনপ্রিয় ফুটওয়্যার নির্মাতা নাইকির। তবে মানসিক চাপ দূর করে সতেজ শরীরে কাজে যোগ দিতে এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে ওরেগনে অবস্থিত সদরদপ্তরের সব কর্মীকে। খবর বিবিসির।
নাইকি প্রধান ম্যাট মারাজ্জো কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় বলেছেন, অস্থিরতা কাটাতে, হতাশা দূর করতে এবং প্রিয়জনের সঙ্গে থাকতে সময় নিন।
লিংকডইনে দেওয়া ওই বার্তায় নাইকি প্রধান আরও বলেন, অন্য এক-দুই বছরের মতো নয়, এমন একটি সময়ে ভালো কাজ করা ও সুস্থ থাকার মূল চাবিকাঠি হচ্ছে বিশ্রাম। এটি শুধু ‘এক সপ্তাহের ছুটি’ নয়, এটি একটি স্বীকৃতি যে, আমরা মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েও কাজ সম্পাদন করতে পারি।
শুধু নাইকিই নয়, কর্মীদের অফিসে ফেরানোর ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নিয়েছে ডেটিং অ্যাপ বাম্বল ও লিংকডইন। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় অ্যাপল, উবার এবং ওয়েলস ফার্গো ব্যাংকও কর্মীদের অফিসে ফেরানোর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel