আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ডের তিন কমান্ডারসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন। এরপরই প্রশ্ন ওঠে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মানসিক সুস্থতা নিয়ে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জানান, গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে নেতানিয়াহুর মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেনিয়ামিন মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ সময় দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ‘গুরুতর জবাব প্রদানের আহ্বানও জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়া ও শাস্তি’ কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে।
এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের দূতাবাস ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত ও নিহত হয়েছেন।
তবে এ হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনস্যুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।