সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার সেই সব বীর ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসন।
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে রাত ১২ টা ১ মিনিটে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এছাড়া ভাষা শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন সিভিল সার্জন, জেলা পরিষদ, মানিকগঞ্জ পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ক্রীড়া সংস্থা, জেলা কারাগার, আনসার ব্যাটালিয়ান, পরিবেশ অধিদপ্তর, সরকারি দেবেন্দ্র কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, জেলা চেম্বার অব কমার্স ও জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।