সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া বিধিনিষেধ উপেক্ষা করে মানিকগঞ্জে ওরসের নামে চলছে জমজমাট মেলা, পালাগান ও যাত্রাপালা। এছাড়া রাত একটু গভীর হলেই সেখানে শুরু হয় অশ্লীল নৃত্য। এসব দেখতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ভিড় করেন শত শত নারী-পুরুষ।
জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের মেঘশিমুল এলাকার শাহ্ সুফি সৈয়দ বাছের চাঁন (রহ.) স্বরণে পাঁচদিন ব্যাপী (৩, ৪, ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারী) ওরস শরীফের আয়োজন করে ওরস বাস্তবায়ন কমিটি। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ আলীর সভাপতিত্বে ওরশ উপলক্ষ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জাগীর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন।
গত রোববার ও সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মেলা উপলক্ষে বিভিন্ন দোকান পাটের পসরা বসেছে, প্রতিটি দোকানের সামনে লোকজনে ভিড়। বিশেষ করে কসমেটিকস, পান-সিগারেট ও চটপটির দোকানে দাড়ানো জায়গা নেই। ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। কারো মুখেই নেই মাস্ক। এছাড়া সোমবার রাত ১১টার দিকে মেলায় গেলে দেখা যায়, স্টেজে চলছে নারী-পুরুষের অশ্লীল নৃত্য। সেখানে শত শত নারী-পুরুষের পাশাপাশি শিশু কিশোররাও ভিড় জমিয়েছেন।
কথা হয় সাটুরিয়া থেকে মেলায় আসা বুলবুল আহমেদের সাথে। তিনি বলেন’ গতকালও মেলায় এসেছিলাম, আজও এসেছি। মেলায় ভালো গান ও যাত্রা হয়। তিল্লি এলাকার হারেস মিয়া বলেন, মেলায় নাচ ও গানের আকর্ষণেই এসেছি। তাদের গায়ে শীতের পোশাক থাকলেও মুখে মাস্ক নাই। এবিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, গ্রামে মাস্ক লাগে না।
এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
তবে মেলার আয়োজক কমিটির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ আলী বলেন, মেলায় আগতদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বার বার প্রচারণা চালিয়েছি। আসলে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানতে চায় না। শুধু মেলা না, কোথাও তো স্বাস্থ্যবিধি প্রোপারলি মানা হয়না। তবে কেউ অশ্লীল নাচ-গান করে থাকলে আমরা সেটা বন্ধ করে দিব।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকাবাল হোসেন বলে, মেলা আয়োজনের বিষয়টা আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে আগামীকালের মধ্যে ব্যবস্থা নিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।