
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকের চাপায় বাইসাইকেলের আরোহী একজন ইমামের প্রাণহানি হয়েছে।
Advertisement
আজ সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের উথলী বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাওলানা দেলোয়ার হোসেন দুলাল উথলী দক্ষিণ পাড়ার সাহেজ উদ্দিনের ছেলে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, সকালে ঈমাম দোলোয়ার হোসেন বাইসাইকেল চালিয়ে বাড়ির পাশে নিহন্দ মসজিদে যাচ্ছিলেন। পথে ঢাকা আরিচা মহাসড়কের উথলী বাসষ্ট্যান্ড এলাকায় পণ্যবোঝাই এক ট্রাকের ধাক্কায় বাইসাইকেলসহ রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান ঈমাম দেলোয়ার।
পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাসুদেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


