সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদক নির্মূলে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশীজনদের নিয়ে আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (০৩ জানুয়ারী) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মিজ্ শিরীন আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মানিকগঞ্জ জেলায় মাদক নির্মূলে জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. ড. মোহাম্মদ ফারুক হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।