জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছেন মানিকগঞ্জে মারা যাওয়া সুচিত্রা সরকার করোনা কভিড ১৯ আক্রান্ত ছিলেন না।২৯ মার্চ আইইডিসিআর এর পরিচালক সাক্ষরিত ল্যাবটরী টেষ্ট রিপোর্টে এ তথ্য জানা যায়।
৭ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট এবং ২দিন ধরে পাতলা পায়খানায় আক্রান্তের পর গত রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলার হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের বড়ইছড়া গ্রামের মোদী দোকানদার নিতাই সরকারেরর স্ত্রী সুচিত্রা সরকার একজন গৃহিনী ছিলেন।
হাসপাতালে উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তে পাঠালে তারা ল্যাবটরী টেষ্ট রিপোর্টে উক্ত নারী করোনা কভিড ১৯ আক্রান্ত ছিলেন না জানিয়েছেন।
জেলা প্রসাশন নিহত ব্যক্তির পরিবারের সদস্য এবং তাদের নিকটতম প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে ও বলড়া গ্রামকে লকডাউন ঘোষনা করেছিলেন। সোমবার রাত সাড়ে ১০ টায় হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন জানান, আইইডিসিআর এর রিপোর্টে যেহেতু মারা যাওয়া সুচিত্রা সরকার করোনা কভিড ১৯ আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন।তাই কাল মঙ্গলবার থেকে বড়ইছড়া গ্রাম লকডাউন মুক্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।