মানিকগঞ্জে যাকাতের চেক বিতরণ


সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরে সংগৃহীত যাকাতের ৭০% অর্থ বিতরণের লক্ষ্যে জেলা ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে জেলার ৭টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যলয়ের মিলনায়তনে যাকাতের এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক , জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ জামাল হোসাইন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খবির চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।