সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেনসিডিলসহ সোরহাব হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোরহাব যশোরের শার্শা উপজেলার ইছাপুর গ্রামের মৃত কেনার উদ্দিন মোল্লার ছেলে।
র্যাবের মানিকগঞ্জ অঞ্চলের লে: কমান্ডার আরিফ হোসেন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শিবালয় উপজেলার উথলী এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ১৬২২ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার সোহরাব হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ভারত সীমান্তবর্তী যশোর জেলার শার্শা ও বেনাপোল হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে বিভিন্ন কৌশলে ঢাকায় এনে উত্তরা, মিরপুরসহ আশপাশ এলাকায় বিক্রি করে। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।