মানিকগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জুমবাংলা ডেস্ক: জেলার হরিরামপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে অভিযুক্ত কিফাজ উদ্দিনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। খবর ইউএনবি’র।

এর আগে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার পিপুলিয়া গ্রামের মৃত পরাণ মোল্লার ছেলে।

শিশুটির মা জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। এ সময় তাদের স্বজন কিফাজ শিশুটিকে ধর্ষণ করেন। তখন তাকে হাতেনাতে আটক করা হয় এবং পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় শিশুটির মা মামলা করেছেন। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা শনিবার দুপুরে সম্পন্ন হয়েছে। তিন সদস্যের মেডিকেল বোর্ড এ বিষয়ে অতি শিগগির প্রতিবেদন পেশ