অতিপরিচিত একটি ইনডোর প্ল্যান্ট পোথোস, যাকে আমরা চিনি মানিপ্ল্যান্ট হিসেবে। মানিপ্ল্যান্ট একটি বাতাস বিশুদ্ধকারক গাছ। এই গাছ ঘরের ব্যাকটেরিয়া জীবাণু শোষণ করে বাতাসে বিশুদ্ধ অক্সিজেন বাড়িয়ে দেয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাটি কিংবা পানি যেকোনো জায়গায় স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে মানিপ্ল্যান্ট। চলুন জেনে নিই মানিপ্ল্যান্টের যত্ন সম্পর্কে।
১। মানিপ্ল্যান্ট পরোক্ষ সূর্যালোকে বাড়ে, তাই একে ঘরের ছায়াময় স্থানে রাখুন, যেখানে দিনের কিছুটা সময় রোদ আসে। সারা দিন রোদ পড়ে এমন জায়গায় এ ধরনের গাছ না রাখাই ভালো।
২। মানিপ্ল্যান্টের জন্য পানি জরুরি। তবে বাড়তি পানি, কিন্তু গাছের জন্য ক্ষতিকর। গাছের ধরন ও তাপমাত্রা অনুযায়ী ২ থেকে ৩ দিন পর পর পানি দেবেন। মাটি শুকিয়ে গেলে তারপর পানি দেবেন।
৩। পানিতে রাখা মানিপ্ল্যান্টের পানি এক সপ্তাহ পরপর পাল্টে দিতে হবে।
৪। পানিতে কিছুটা ইপসম লবণ দিলে মানিপ্ল্যান্টের বৃদ্ধি ত্বরান্বিত হয়।
৫। অতিরিক্ত সার ও কীটনাশক মানিপ্ল্যান্টের জন্য ক্ষতিকর। মাসে একবার এতে জৈব সার দিতে পারেন।
৬। দুপুরের প্রখর রোদ পাতায় হলদে ভাব এনে দিতে পারে। তাই তীব্র রোদে মানিপ্ল্যান্ট রাখা যাবে না।
৭। পাতায় হলদে ভাব দেখা দিলে সেই পাতা কেটে ফেলুন, যাতে শুধু সতেজ পাতাগুলোই পুষ্টি পায়।
৮। পাতার ওপর দীর্ঘদিন ধরে জমা ধুলাবালু মানিপ্ল্যান্টের সালোকসংশ্লেষণে ব্যাঘাত ঘটাতে পারে। একটুকরা ভেজা কাপড় দিয়ে মাঝেমধ্যে মানিপ্ল্যান্টের পাতাগুলো মুছে নিন, যাতে ধুলাবালু না জমে।
৯।মানিপ্ল্যান্টের সাধারণত আলোর উৎসের দিকে বেড়ে উঠতে থাকে। সব দিকে সমান বৃদ্ধি নিশ্চিত করতে প্রতি সপ্তাহে একবার করে মানিপ্ল্যান্ট কিছুটা ঘুরিয়ে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।