Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home মানি লন্ডারিংয়ের জন্য যে অভিনব কৌশল নিয়েছে ভারতের অতি ধনীরা
অর্থনীতি-ব্যবসা আন্তর্জাতিক

মানি লন্ডারিংয়ের জন্য যে অভিনব কৌশল নিয়েছে ভারতের অতি ধনীরা

protikNovember 26, 20193 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অতি ধনী বা কিছু উচ্চ আয়ের ব্যক্তি (হাই নেট-ওর্থ ইনডিভিজ্যুয়াল-এইচএনআই) বিদেশে বিভিন্ন করপোরেট কাঠামো দাঁড় করিয়ে সেখানে অর্থ বিনিয়োগ করছেন। আইনের ফাঁক গলিয়ে ভারত থেকে সেখানে বড় অংকের অর্থ পাচার করছেন তারা। এমনটাই দাবি করছে ভারতের কেন্দ্র সরকারের অ্যান্টি মানি লন্ডারিং এজেন্সি দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর হিন্দুস্তান টাইমস।

২ নভেম্বর মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কামাল নাথের ভাইপো রাতুল পুরির বিরুদ্ধে অর্থ পাচারের মামলার পাশাপাশি পৃথক একটি অনুচ্ছেদে কীভাবে অর্থ পাচার হয়, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে ইডি। অগাস্তাওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তিতে অনিয়মের অভিযোগ এনে রাতুল পুরির বিরুদ্ধে তদন্ত পরিচালনা করছে অর্থ পাচারবিরোধী সংস্থাটি।

বিভিন্ন দেশে অর্থ পাচার করছে অতি ধনীদের একটি অংশ; এর সঙ্গে সম্পৃক্তরা প্রযুক্তিতে বেশ দক্ষ। ইডি বলছে, নিজেদের পরিচয় গোপন করা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এইচএনআই বা উচ্চ নিট আয়ের ব্যক্তিরা কীভাবে করপোরেট পর্দার আড়ালে নিজেদের লুকিয়ে রাখছেন, সে ব্যাপারে ইডির চার্জশিট বা অভিযোগপত্রে বলা হয়; তারা হাওলা দালাল বা তার সহযোগীদের হয় তারা সৃষ্টি করেন, না হয় ওই মাধ্যমগুলো ব্যবহার করেন। তাদের লভ্যাংশ হস্তান্তরের জন্য তারা এমন বিকল্প ই-মেইল আইডি সৃষ্টি করেছেন অথবা পদক্ষেপ নিয়েছেন, যাতে তারা ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন।

ইডির অভিযোগপত্রে আরো বলা হয়, আইনের ফাঁদ এড়াতে তারা বিদেশে করপোরেট কাঠামো তৈরি করেছেন। যদি তারা আটকা পড়েন, তখন যেন বিচারিক প্রক্রিয়া বিলম্বিত বা বাধাগ্রস্ত হয়। এইচএনআইরা বিদেশে এমন কোম্পানি প্রতিষ্ঠা করছেন, যেখানে তারা কোনো শেয়ারহোল্ডারের নামে বিনিয়োগ করেন, যারা বেশির ভাগ ক্ষেত্রেই ওই দেশের নাগরিক।

নিত্যনৈমিত্তিক কাজ পরিচালনার জন্য ওই কোম্পানিতে একজন পরিচালক ও ব্যবস্থাপক টিম নিয়োগ দেয়া হয়। যেহেতু কোনো এইচএনআই অন্য দেশে আইনত ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেন না, সেজন্য বিদেশী টিম প্রাত্যহিক কাজ পরিচালনা করে থাকে। ভারতীয় গ্রাহকদের নির্দেশনায় কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্ধারিত ফি পেয়ে থাকেন ওই বিদেশী ব্যক্তিরা।

ব্যাংক হিসাব চালু করা এবং অর্থ লেনদেনের জন্য এইচএনআইকে সহায়তা করে বিভিন্ন ম্যানেজমেন্ট কোম্পানি, ঋণদাতা প্রতিষ্ঠান, ছায়া পরিচালক (ডামি ডিরেক্টর), বৈদেশিক সম্পর্ক বা পোর্টফোলিও ম্যানেজার ও ব্যাংকাররা।

ইডি বলছে, বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে একই ব্যক্তি বা করপোরেট কাঠামো বিভিন্ন ব্যক্তি/এইচএনআইয়ের অর্থ ব্যবস্থাপনা করেন। সমাধান হচ্ছে, এ ধরনের অর্থ পাচারে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে চিহ্নিত করে আরো প্রমাণ সংগ্রহ করা।

এ ধরনের হোয়াইট কালার অপরাধ বিশেষজ্ঞ শেরবির পানাং বলেন, এলআরএস (লিবারালাইজড রেমিট্যান্স স্কিম) ব্যবহার করে এইচএনআইরা বিদেশে অর্থ পাচার করেন। এছাড়া আরো অন্যান্য বৈধ উপায়েও অর্থ পাঠিয়ে থাকেন। তবে এ ধরনের অর্থ লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কালো টাকার মালিক বললে বিষয়টি অতি সরলীকরণ হবে বলে মনে করেন এ দিল্লিভিত্তিক আইনজীবী।

রাতুল পুরির মামলায় দেখা গেছে, তার অর্থ ব্যবস্থাপনায় বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে ইডি। পুরির আইনজীবী বিজয় আগারওয়াল ইডির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অপারগতা প্রকাশ করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
ইরানের হরমুজ দ্বীপ

ভারী বৃষ্টিতে ইরানের হরমুজ দ্বীপ রক্তিম লাল, কারণ জানালেন বিজ্ঞানীরা

December 20, 2025
ভূমিকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূমিকম্প অনুভূত এশিয়ার দুই দেশে

December 19, 2025
ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত

ডিভি লটারি নিয়ে ট্রাম্পের বড় সিদ্ধান্ত

December 19, 2025
Latest News
ইরানের হরমুজ দ্বীপ

ভারী বৃষ্টিতে ইরানের হরমুজ দ্বীপ রক্তিম লাল, কারণ জানালেন বিজ্ঞানীরা

ভূমিকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূমিকম্প অনুভূত এশিয়ার দুই দেশে

ডিভি লটারি নিয়ে বড় সিদ্ধান্ত

ডিভি লটারি নিয়ে ট্রাম্পের বড় সিদ্ধান্ত

ট্রাম্প

গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

taka

যেখানে বিনিয়োগে টাকাও নিরাপদ থাকে, মুনাফাও পাওয়া যাচ্ছে ব্যাংকের চেয়ে বেশি

Visa

ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরীক্ষা করবে ভারত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: ক্রীড়া তারকাসহ নিহত ৭

বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

শেহবাজ শরিফ

ভারতকে এমন শিক্ষা দিয়েছি, তারা কোনোদিন ভুলবে না : শেহবাজ শরিফ

সৌদি আরব

প্রবাসীদের বড় সুসংবাদ দিল সৌদি আরব

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.