যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি হোয়াইট হাউসে বহু প্রতীক্ষিত বৈঠকে মিলিত হলেও রাজনৈতিক উত্তেজনার বদলে সেটি রূপ নেয় প্রশংসাবাণীতে। মামদানির প্রশংসা করে ভবিষ্যতে তার পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকটি তারা অত্যন্ত সফলভাবে শেষ করেছেন। খবর বিবিসির।
বৈঠক শেষে প্রেসের সামনে আসার মুহূর্ত থেকেই দুই নেতার মধ্যে সমঝোতার সুর স্পষ্ট হয়ে ওঠে।
নির্বাচনি বিজয় ভাষণে ট্রাম্পকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দিয়েছিলেন ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচিত মামদানি। বৈঠকের আগেও হোয়াইট হাউসের মুখপাত্র মামদানিকে ‘একজন কমিউনিস্ট’ বলে কটাক্ষ করেছিলেন।
তবে শুক্রবার ওভাল অফিসে পাশাপাশি দাঁড়িয়ে দুই নেতা আশ্চর্যরকম সমন্বয়পূর্ণ ও সৌহার্দ্যমূলক অবস্থান তুলে ধরেন। বারবারই তারা নিউইয়র্কের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় যৌথ আগ্রহের কথা উল্লেখ করেন। বৈঠকে দুই নেতাই হাসিমুখে ছিলেন এবং মামদানির আগের রাজনৈতিক সমালোচনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পের মুখেও দেখা যায় হাসির আভাস।
মামদানি ১ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর এই সৌহার্দ্য কত দিন টিকে থাকে তা এখনো অনিশ্চিত। তবে ট্রাম্প বলেছেন, “আমি ওকে সমর্থন করব।”
ট্রাম্প শুধু যে মামদানিকে আক্রমণ করা থেকে বিরত থাকেন তা নয়, বরং তাকে কয়েক দফা প্রশংসাও করেন।
তিনি বলেন, মামদানি “একজন সত্যিকারের দুর্দান্ত মেয়র হবেন।” মামদানি খুব ভালো কাজ করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



