বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগ থেকে দেশের বাইরে অবস্থান করছেন দেশের ড্যাশিং হিরো জায়েদ খান। তবুও মামলা দেয়া হয়েছে তার নামে। তাও সেটি হত্যা মামলা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয় তার নামে। তবে এই হামলা মিথ্যা বলে দাবি করে জায়েদ খান বলেছেন, তিনি হতবাক।
বর্তমানে কানাডায় অবস্থান করছেন জায়েদ খান। মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।
একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মামলা হবার একদিন আগে একাধিক সাংবাদিকের সঙ্গে মুঠোফোনে নায়ক জায়েদ খান মামলা ঠেকাতে চেষ্টা চালিয়েছেন। তাদেরকে বলেছেন তিনি আওয়ামী লীগ করতেন না। বিভিন্ন হুমকি আর মামলার ভয়ে এই রাজনৈতিক সংগঠনের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন। উপ-কমিটিতে একটি পদও ছিল তার নামে। বেশ করে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে এমনটি হয়েছে বলে অনেকের ধারণা।
এর আগে একটি গণমাধ্যমের সঙ্গে মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জায়েদ খান বলেন, যেকোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে। এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কখনোই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি। কিন্তু গতকাল দেখলাম, আমার নামে মামলা। ৯ বছর আগের আমি নাকি হত্যাচেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি। সেই সময়ে তো শত শত সাংবাদিক ছিলেন, এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। যদি থাকতাম, তাহলে তো তখনই খবরের শিরোনাম হতাম। এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা আমি সমর্থন করি না।
তিনি আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের দীর্ঘ সময়ের আমি কখনোই রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করিনি, আমার কোনো ব্যাংক লোন নাই। আমি কোনো অপকর্ম করিনি। বিএনপি নিয়ে কখনোই খারাপ কিছু বলিনি। এই অধিকার আমার নেই। সেই সময়ে গাড়িবহরে থাকার কোনো প্রশ্নই আসে না। রাজনৈতিক কোনো মিছিল–মিটিংয়ে থাকিনি। এটা শিল্পীর কাজ নয়।’
প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। সেই মামলাটি পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানির জন্যই করা হয়েছে বলে দাবি করেছেন জায়েদ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।